জামালপুরে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা বদলি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
জামালপুরে (মেলান্দহ) প্রতিনিধি : জামালপুরে মেলান্দহে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়। গত রোববার বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়। জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলো। তাকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে। অন্যথায় ২ ফেব্রুয়ারি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। গত ২৫ জানুয়ারি চরবানি পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাংবাদিক বক্তব্য জানতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।