জামায়াতের রোকন আব্দুর সবুরসহ আটক ৩
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: মহানগর জামায়াতের রোকন আব্দুর সবুরসহ শিবিরের তিন কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিনজনের মধ্যে আব্দুর সবুর ছাড়াও রয়েছে তার ছেলে। তিনিও শিবিরের সক্রিয়ও কর্মী। এছাড়া রয়েছে আরও এক শিবির কর্মী।
এ বিষয়ে বিকেল তিনটায় সিএমপি কার্যালয়ে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোক্তার আহমেদ।