আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড জিমির হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

জিমির হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৮:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


12কাগজ অনলাইন ডেস্ক: রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওয়ারী ক্লাবকে ৮-২ গোলে হারিয়েছে সাদা-কালোরা।

রোববার (১২ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে ফিল্ড গোলে মোহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন সালমান। সালমানের দুই মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন তাসভার আব্বাস।

শুরুতেই পিছিয়ে পড়া ওয়ারী ক্লাব আক্রমণভাগকে শান দিয়ে প্রতিপক্ষের সীমানায় ঝাঁপিয়ে পড়ে খেলার ষষ্ঠ মিনিটে ওবায়েদ হাসানের পেনাল্টি কর্নারের গোল থেকে ব্যবধান ২-১ এ কমায়। ব্যবধান কমিয়েই ক্ষান্ত থাকেনি ওয়ারী। ১৩ মিনিটে ওবায়েদ আরেকবার পেনাল্টি থেকে মোহামেডানের জালে বল ঠেলে খেলা ২-২ এ সমতায় ফেরান।

এরপরের গল্প অবশ্য শুধুই মোহামেডানের। ১৭ মিনিটে আবার ফিল্ড গোল থেকে মোহামেডানকে ৩-২ এর ব্যবধান এনে দেন তাসভার আব্বাস। আব্বাসের পর ২৯ মিনিটে ইমরানের ফিল্ড গোল থেকে ৪-২ এ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মোহামেডান।

বিরতির থেকে ফিরে আবার জ্বলে উঠে মোহামেডান। ৪৩ মিনিটে সালমান দ্বিতীয়বার ওয়ারীর জালে বল জড়িয়ে দলকে ৫-২ গোলে এগিয়ে দিলে জয়ের সুবাস পেতে থাকে মোহামেডান।

এরপর ৪৮, ৬১ ও ৬৫ মিনিটে জিমি টানা তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে এনে দেন ৮-২ এর বড় ব্যবধান।

বাকিটা সময় ওয়ারী আর কোনো গোলের দেখা না পেলে ৮-২ এর বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মোহামেডান।

দিনের অপর ম্যাচে রেলওয়ের বিপক্ষে ৮-১ এর বড় জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।