আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস জিম্বাবুয়ে ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

জিম্বাবুয়ে ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২১ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ে ক্রিকেটার রয় কাইয়ারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে কাইয়ারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জেগেছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, হারারে টেস্টে কাইয়ারের বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। করোনাভাইরাসের এ কঠিন সময়ে নানা বিধিনিষেধের কারণে আইসিসির স্বীকৃত টেস্টিং সেন্টারে যেতে পারছেন না তিনি। বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন কাইয়া। েগত রোববার শেষ হওয়া হারারে টেস্টের দুই ইনিংসে ২৩ ওভার বোলিং করে এক উইকেটও শিকার করতে পারেননি কাইয়ার। ব্যাট হাতে দুই ইনিংসে ফেরেন শূন্যরানে। ম্যাচটি বাংলাদেশ জিতেছে ২২০ রানে।