আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জুতা ডিজাইনার বিপাশা

জুতা ডিজাইনার বিপাশা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


11111কাগজ অনলাইন ডেস্ক: জুতা ডিজাইনের পেছনে এখন সময় দিচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। টুইটারে এ কথা জানিয়েছেন তিনি নিজেই। তার ভাষ্য, ‘সোনালি, রূপালি ও সুবর্ণ গোলাপ রঙের শক্ত জুতার স্টাইল করেছি। এগুলো পায়ে রেখে প্রতিদিন হতে পারে ফুরফুরে উজ্জ্বল! এগুলো পাবেন দ্য লেবেল লাইফ ডটকমে।’

এসব কথার সঙ্গে সোনালি স্নিকার জুতার একটি ছবি পোস্ট করেছেন বিপাশা। একই ব্র্যান্ডের জন্য বেল্ট আর ব্যাগও ডিজাইন করেছেন তিনি। তার ভাষ্য, ‘জাপানি ফ্যাশন ধার করে সাজানো এই বেল্টের ট্রেন্ড চলছে এখন।’

ব্যাগটি প্রসঙ্গে বাঙালি সুন্দরী বিপাশা বলেন, ‘আমি যখন পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য যাই তখন আমার প্রয়োজনীয় সব জিনিস এই ব্যাগের মধ্যে নেই। সেই সঙ্গে আরও থাকে আমার ফেস ওয়াইপস, লিপ বাম এবং ছোট সুগন্ধি।’

বিপাশাকে সবশেষ রূপালি পর্দায় দেখা গেছে ‘অ্যালোন’ ছবিতে। এতে তার সহশিল্পী ছিলেন করণ সিং গ্রোভার। তাকেই সম্প্রতি বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এরই মধ্যে ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করেছেন তিনি। এখন তার নাম বিপাশা বসু সিং গ্রোভার।

ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন বিপাশা। এতে দেখা যাচ্ছে তার ডিজাইন করা সোনালি, রূপালি ও সুবর্ণ গোলাপ রঙের তিনটি জুতা।