জুলাইয়ে ভুটান যাচ্ছেন রাষ্ট্রপতি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ঢাকা: জুলাইয়ের শুরুতে ভুটান সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশটি সফর করবেন তিনি।
সফরে দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১-৪ জুলাই পর্যন্ত চারদিন ব্যাপী এ সফর অনুষ্ঠিত হতে পারে।
জানা যায়, সফরকালে ভুটানের রাজার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং দেশটির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন।
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ২০১১ সালে বাংলাদেশ সফর করেন ভুটান রাজা জিগমে ওয়াংচুক। পরে ২০১৩ সালে রাজা তার নববিবাহিতা স্ত্রী রানী জেতসান পেমাকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত সফরে বাংলাদেশ আসেন এবং ছয় দিন অতিবাহিত করেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। একটি বেতার বার্তার মাধ্যমে দেশটি থেকে সেই বার্তা এসেছিল।