আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রূপগঞ্জ ট্রাজেডির ঘটনায় হত্যা মামলা, মালিকসহ ৮ জন গ্রেপ্তার

রূপগঞ্জ ট্রাজেডির ঘটনায় হত্যা মামলা, মালিকসহ ৮ জন গ্রেপ্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২১ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেম ও ম্যানেজিং ডিরেক্টর সজীব সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই ভয়াবহ অগ্নিকান্ডের কারণ ও ত্রুটি খুঁজে বের করা হবে। প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়ম আমাদের নজরে এসেছে। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে। তিনি বলেন, আমরা মামলা করবো এবং সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নিবো। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। শনিবার দুপুর ২টা ২০ মিনিটে কারখানা পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এদিকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম তার ছেলে প্রতিষ্ঠানের এমডি সজিব কারখানার সিইওসহ ৮ জনকে এজাহারে আসামী করে এবং আরো অজ্ঞাত রেখে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ। এজাহার নামীয় ৮ আসামী আটক আছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ পুলিশ খন্দকার জায়েদুল ইসলাম। তিনি বলেন, এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে অন্যান্য জড়িতদের নাম শনাক্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।
রূপগঞ্জের পুলিশ পরিদর্শক ও ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিমউদ্দিন মজুমদার বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।