আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি জে সিরিজের ফোনের দাম কমাল স্যামসাং

জে সিরিজের ফোনের দাম কমাল স্যামসাং


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:১২ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


j2কাগজ অনলাইন ডেস্ক: গ্যালাক্সি জে ৫ হ্যান্ডসেটের ২০১৫ সংস্করণটির দাম এক হাজার টাকা কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ১৬ হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন এক হাজার টাকা কমে কেনা যাবে। এ ছাড়া ১১ হাজার ৪৯০ টাকা দামের গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রমোশনাল মূল্য হিসেবে ১০ হাজার ৪৯০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘স্যামসাং পণ্যে বিভিন্ন নতুন অফার দেওয়ার চেষ্টার পাশাপাশি ডিভাইসগুলোকে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার চেষ্টা করি। প্রমোশনাল অফারের মাধ্যমে গ্রাহকেরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।’

অনুমোদিত স্যামসাং স্টোরসমূহ থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে এ অফার পাওয়া যাবে। (বিজ্ঞপ্তি)