আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জেলেদের জালে ধরা পড়েছে ৫০ কেজির বাগাইড় মাছ!

জেলেদের জালে ধরা পড়েছে ৫০ কেজির বাগাইড় মাছ!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৮:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। মঙ্গলবার সকালে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছের আড়ত থেকে একজন মাছটি ৩৫ হাজার টাকায় কিনেছেন। এ খবর জানাজানি হলে উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমান। জানা যায়, সদর উপজেলার হামরকোণা গ্রামের জুয়েল ও তার সহযোগীরা মাছ ধরতে যান কুশিয়ারা নদীতে। সকালে সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা ব্রিজের কাছে তারা বেড়জাল ফেলেন। তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির বাগাইড় মাছটি।  এরপর মাছটি জেলেরা সদর উপজেলার শেরপুর পরবেশ মিয়ার আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। উৎসুক জনতার উপস্থিতিতে নিলাম ডাকে শরাফপুর গ্রামের মৎস্যজীবী ফজলু মিয়া ৩৫ হাজার টাকায় মাছটি কেনেন।  ফজলু মিয়া জানান, এত বড় মাছ কেউ একা কিনতে পারেননি। তাই মাছ কেটে কেজি দরে সরকার বাজার এলাকায় বিক্রি করছেন।