আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জ্যাকলিনের পর এবার নোরা ফাতেহিকে ৬ ঘণ্টা জেরা

জ্যাকলিনের পর এবার নোরা ফাতেহিকে ৬ ঘণ্টা জেরা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। বেলি ডান্সের মাধ্যমে সবার মন কেড়ে নেওয়া নোরা এখন পড়েছে দিল্লি পুলিশের জেরার মুখে। সুকেশ চন্দ্রশেখরের নামে হওয়া ২০০ কোটি টাকার চাঁদা নেওয়ার মামলায় জেরা করেছেন তাকে। এর আগেও একবার ইডির (অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট) মুখোমুখি হতে হয়েছিল তাকে। নোরা ছাড়াও এ মামলার ঝামেলায় পড়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বেশ কয়েক মাস ধরেই এ মামলার কারণে খবরের শিরোনামে রয়েছেন জ্যাক।

এবার তারই পথে হাঁটছেন নোরা। এ মামলায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাকে টানা ছয় ঘণ্টা জেরা করলো দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব জানিয়েছে, কিছু প্রশ্নের উত্তর পেতে পিঙ্কি ইরানির সঙ্গে নোরাকেও জেরা করা হয়েছে। কারণ এর আগে জ্যাকলিন জানিয়েছিলেন পিঙ্কি কোটি টাকার বিনিময়ে সুকেশের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুলিশের কাছ থেকেও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এদিকে জেরায় নোরা বলেছেন, সুকেশের সঙ্গে তার কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এর মধ্যেই নোরার বোনের স্বামী স্বীকার করেছেন, তাকে ৬৫ লাখ রূপির বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কি সর্ম্পক তা খুঁজে দেখছে দিল্লি পুলিশ। ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলার তদন্ত করছে অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঘটনায় মূল অভিযুক্ত সুকেশ। তদন্তে নেমে প্রথমে অভিনেত্রী জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই একই মামলায় নোরাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার তাকে জেরা করল দিল্লি পুলিশও। সূত্র-দ্যা টাইমস অব ইন্ডিয়া