আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন জ্যাকুলিনের ‘গেন্দাফুল’র বিরুদ্ধে মামলা

জ্যাকুলিনের ‘গেন্দাফুল’র বিরুদ্ধে মামলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বাংলার বিখ্যাত লোকগান ‘বড় লোকের বেটি লো’ অবলম্বনে সম্প্রতি বলিউডর্ যাপ সংগীত শিল্পী বাদশা একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গেন্দা ফুল নামে গানটি প্রকাশিত হয়। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভিডিওটি অবমুক্ত হওয়ার পর থেকেই নেটিজেনদের সমালোচনায় পড়তে হয় তাকে। এবার আর কোনো সমালোচনা নয়, বাঙালি নারী ও সংস্কৃতিকে অসম্মানের অভিযোগ এনে বাদশাসহ গেন্দা ফুল অ্যালবামের প্রযোজক, পরিচালক ও খ্যাতনামা একটি মিউজিক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আত্মদীপ। শনিবার উত্তর চব্বিশ পরগনার বীজপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে ‘আত্মদীপ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আত্মদীপ সভাপতি প্রসূন মৈত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, ওরা যে গেন্দাফুল নাম দিয়ে ভিডিও অ্যালবাম করেছে, তাতে ধুনুচি নাচ ও বাঙালি মহিলাদের খুব অশ্লীলভাবে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে আমি প্রথমে বাদশাকে টুইটারে সতর্ক করেছিলাম। বলেছিলাম, আপনাকে ক্ষমা চাইতে হবে, না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। তবে বাদশা এখনও ক্ষমা চাননি। তাই আমাদের পক্ষ থেকে শনিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর জন্য আমরা আইনি পদক্ষেপ যা নেওয়ার নেব। কারণ, গানের ভাষায় যে শব্দ ব্যবহার করা হয়েছে তা কুরুচিকর। এছাড়া মিউজিক ভিডিওতে দুর্গা প্রতিমার সামনে আরতিকেও ভীষণই আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, বাদশার গেন্দাফুল গানটি মুক্তি পাওয়ার পরই বিতর্কের শিরোনামে ওঠে। গানটিতে বাঙালি লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বিটি লো’ গানের লাইন ব্যবহার করা হলেও তার নাম দেওয়া হয়নি বলে সরব হন অনেকেই।