আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন : আয়োজনের কমতি নেই, ভোটার উপস্থিতি কম

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন : আয়োজনের কমতি নেই, ভোটার উপস্থিতি কম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝালকাঠি প্রতিনিধি : প্রার্থীর এজেন্ট আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, প্রিসাইডিং কর্মকর্তারাও প্রস্তুত। নেই শুধু ভোটার। পুরো কেন্দ্র ফাঁকা।
উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলা পরিষদ কেন্দ্রে আজ সকাল আটটার চিত্র এটি। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৬৭ জন৷ নারী ভোটার ১ হাজার ৫২৫।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আহমেদ জেহাদী বলেন, ‘আশা করেছিলাম আটটায় কেন্দ্রে ভোটারদের জমজমাট উপস্থিতি দেখা যাবে। কিন্তু তা হলো না।’ ভোটার না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এই কেন্দ্রের আশপাশের মানুষ কৃষিকাজে যুক্ত। কাজ শেষে ভোট দিতে আসবেন।
অবশ্য ৮টা ২০ মিনিটে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা। তিনি জানান, সকাল সকাল ভোট দিতে পেরে ভালো লাগছে।

মিলনমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে বসে আছেন ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা

এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার দায়িত্বে আছেন ১৫ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য। সব চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে দেখা গেছে। সকাল ৮টা ২৫ মিনিটে এ কেন্দ্রে বিজিবির টহল টিমকে আসতে দেখা যায়। সকাল আটটায় ভোট শুরু হয়ে প্রথম দেড় ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৬০টি।
আজ সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঝালকাঠি সদরের তিনটি কেন্দ্রে সরেজমিনে দেখেন এ প্রতিবেদক। তাতে দেখা যায়, ভোটারের উপস্থিতি খুবই কম। পোলিং এজেন্টসহ অন্যরা অলস সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা নেই।
সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ভোটার ১ হাজার ৯৯৩ জন। প্রথম দেড় ঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে ৫৪টি। এ কেন্দ্রে সবাই পুরুষ ভোটার। সরেজমিনে দেখা যায়, কোনো বুথে ১টি, কোনো বুথে ৫টি, কোনো বুথে ১০টি ভোট পড়েছে।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌতম কুমার সাহা বলেন, সকালের ভোটার আসেন না। দিন যত গড়াবে, ভোটার আসবেন। তবে এ কেন্দ্রে ভোট দিতে আসা দুজন ভোটার বলেন, ভোটের ওপর মানুষের আস্থা কমে গেছে। বিরোধী দলের কোনো প্রার্থী নেই। তিনজন চেয়ারম্যান একই দলের। কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের আগ্রহ কম।
আরেক কেন্দ্র মিলনমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একই চিত্র। ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮। মোট বুথ আছে ৬টি। প্রিসাইডিং কর্মকর্তা অমিত কর্মকার প্রথম আলোকে বলেন, দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৩৭টি। শতাংশে ১ দশমিক ৭৮। কোনো বুথে একটি, কোনো বুথে পাঁচটি ভোট পড়েছে। এ কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট দেখা গেছে।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান খান আরিফুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর প্রার্থী হিসেবে পরিচিত। অন্য দুই প্রার্থী সুলতান হোসেন খান দোয়াত–কলম প্রতীক ও নুরুল আমিন খান কাপ–পিরিচ প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনকে কেন্দ্র করে পরপর দুটি হামলার ঘটনায় এখানে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।