আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টস জিতে আজ ফিল্ডিংয়ে টাইগাররা

টস জিতে আজ ফিল্ডিংয়ে টাইগাররা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। এতে দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠে টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। ম্যাচটি সিরিজ বাঁচানোর পাশাপাশি রেকর্ড বাঁচানোর ম্যাচও। আর তাই শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। টানা সাত বছর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে হারেননি টাইগাররা। এবার সেই ইংল্যান্ডের কাছেই রেকর্ড ভাঙে বাংলাদেশ দল। ওই রেকর্ড ভাঙলেও আরেকটি রেকর্ড টিকিয়ে রাখার সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। তা হলো ঘরের মাঠে টানা সাত সিরিজ জিতেছে বাংলাদেশ। এ কারণে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লড়াই চন্ডিকা হাথুরুসিংহের দলের।