আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :    দীর্ঘ বিরতির পর আজ একদিনের আন্তর্জাতিক ম্যাচে আবারও মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১ টায় শুরু হতে যাওয়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবকটি ম্যাচই হবে টাইগারদের জন্য ‘পয়া’ হিসেবে পরিচিত সাগরিকায়। সেই পয়া ভেন্যুতেই প্রথম ম্যাচে আফগানিস্তানকে বধ করেই করেই সিরিজে এগিয়ে যেতে চায় তামিম ইকবালের দল।

এই সিরিজে আফগানিস্তানকে হারাতে পারলে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে যাবে বাংলাদেশ। আর যদি ৩ ম্যাচ জিতেই আফগানদের হোয়াইট অয়াশ করতে পারে তাহলে ওডিআই র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৬ নাম্বারে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

আফগান বধের আশায় থাকা বাংলাদেশের হয়ে আজ একদিনের ম্যাচে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এছাড়া তামিম ইকবালের নেতৃত্বে আজ বাংলাদেশ দলের একাদশে আছেন চার সিনিয়র ক্রিকেটারই। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ এইচার সিনিয়রই ওয়ানডেতে একসাথে খেলতে নামছেন ২৭১ দিন পর। রশিদ-মুজিবদের স্পিন নিয়ে গড়া আফগান একাদশের বিপক্ষে তিন পেসার মুস্তাফিজ, তাসকিন আর শরীফুলকে নিয়ে দল সাজিয়েছে টাইগার বাহিনী।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হাসমতুল্লাহ শহীদি (অধিয়ান্যক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রাশিদ খান, মুজিবুর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহাক ফারুকি।