আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৩ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছন স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ৬ উইকেট ও আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন ইশান কিষাণ। অপরদিকে, পাকিস্তানও জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারাও। নেদারল্যান্ডকে ৮১ রান ও শ্রীলঙ্কাকে রেকর্ড রান তাড়া করে ৬ উইকেটে জয় পায় বাবর আজমের দল। ভারতের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।