টাঙ্গাইল ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি : আজ বুধবার সকালে টাঙ্গাইলে পাঁচশত পিস ইয়াবাসহ মো. মোজাম্মেল (৩০) নামেের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাশ হামিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মো.মোজাম্মেলকে গ্রেফতার করে। তার পিতার নাম মো.জব্বার শেখ। বাড়ি পূর্ব পাখিউড়া, ইউপি- নারায়নপুর, থানা-কথাকাটা, জেলা- কুড়িগ্রাম।
এসময় আসামির কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা, ০১ টি মোবাইল এবং ০১টি সিম কার্ড উদ্ধার করা হয়। তিনি জানায়, ‘টাঙ্গাইল জেলার সদর থানাসহ আশপাশ এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছেন।’
আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।