টাঙ্গাইলে আ.লীগ ১৬, বিএনপি ৫ ও স্বতন্ত্র ৫
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
টাঙ্গাইল: ৬ষ্ঠ ধাপে টাঙ্গাইল সদর উপজেলা, ঘাটাইল ও কালিহাতীসহ ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ ১৬টি, বিএনপি ৫টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ৫টিতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলায় বিজয়ীরা হলেন- ঘারিন্দা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহল আমীন খান খোকন, মগড়া ইউপিতে আজাহার আলী, গালা ইউপিতে রাজকুমার সরকার, হুগড়া ইউপিতে তোফাজ্জল হোসেন তোফা ও করটিয়া ইউপিতে খালেকুজ্জামান চৌধুরী।
এছাড়া বাঘিল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, দাইন্যা ইউপিতে মো. লাবলু মিয়া ও পোড়াবাড়ি ইউপিতে মো. আজমত আলী।
ঘাটাইলে বিজয়ীরা হলেন- ঘাটাইল সদর ইউপিতে আওয়ামী মনোনীত প্রার্থী হায়দার রহমান, লোকের পাড়া ইউপিতে মো. শরীফ হোসেন, আনেহলা ইউপিতে মো. শাহজাহান তালুকদার ও দেউপাড়া ইউপিতে মইন উদ্দিন তালুকদার।
এছাড়া দীঘর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কামাল আজাদ মামুন।
জামুরিয়া ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী ইখলাক হোসেন শামীম, দীঘলকান্দি ইউপিতে মো. নজরুল ইসলাম ও দেওলাবাড়ি ইউপিতে রফিকুল ইসলাম খান।
কালিহাতীতে বিজয়ীরা হলেন- কালিহাতীর নারান্দিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শুকুর মাহমুদ, সল্লা ইউপিতে আব্দুল আলীম, দুর্গাপুর ইউপিতে মো. আনোয়ার হোসেন, বল্লা ইউপিতে পাকের আলী, পাইকড়া ইউপিতে আজাদ হোসেন ও গোহালিয়া বাড়ি ইউপিতে হযরত আলী।
এছাড়া নাগবাড়ি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিল্টন সিদ্দিকী।
সহদেবপুর ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বালা ও কোকডহরা ইউপিতে নজরুল ইসলাম।
এদিকে, দশকিয়া ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মালেক ভুইয়া।