আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টাঙ্গাইলের এমপি জোয়াহেরুল করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের এমপি জোয়াহেরুল করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রাতেই অ্যাম্বুলেন্সে করে তাকে টাঙ্গাইল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. আজিজুর রহমান জানান, সাংসদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার পজেটিভ রিপোর্ট আসে। ডা. আজিজুর রহমান আরও জানান, সাংসদের শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাংসদের ভাই সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার জানান, কয়েক দিন ধরে ঠান্ডা কাশি ও জ্বরে ভুগছিলেন সাংসদ। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার নমুনা দেওয়া হয়েছিল।