টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে স্ত্রীকে নিয়ে সবার আগে ওমান গেলেন লিটন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২১ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাতে ওমান যাচ্ছে মাহমুদউল্লাহরা। মাসকটের কন্ডিশনিং ক্যাম্প ও বিশ্বকাপ মিশন মিলিয়ে প্রায় দেড় মাসের সফর টাইগারদের। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন রাত পৌঁনে ১১টায় মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন মাহমুদউল্লাহরা। তার আগেই লিটন দাস অবশ্য পাড়ি জমিয়েছেন ওমানে। জাতীয় দলের এই তারকা ওপেনার গত বুধবার স্ত্রীকে নিয়ে চলে গেছেন ওমানের মাসকটে। সেখানেই তিনি শুরু করবেন বিশ্বকাপের মূল প্রস্তুতি। ইতোমধ্যে ওমানে পৌঁছে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন তিনি। দলের অন্যান্য সদস্যদের মত লিটনও দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল পেয়েছিল ছুটি। নিউজিল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা নিজেদের মত করে বিশ্বকাপ প্রস্তুতি নিলেও লিটন ছুটির সময়টা পরিবারের সাথেই কাটিয়েছেন। তাই তার বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে ওমান থেকেই।
বিশ্বকাপ স্কোয়াডের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার জন্য আছেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের অনাপত্তিপত্র আছে ৭ অক্টোবর পর্যন্ত। আইপিএল থেকে পরে সরাসরি আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ছুটিতে থেকে কোচরা নিজ নিজ দেশ থেকে ওমানে এসে যোগ দেবেন দলের সঙ্গে।
রাতে বাকি ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ জনের দল রওয়ানা হবে মাসকটের উদ্দেশ্যে। শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় দলের সবারই ফল নেগেটিভ এসেছে। মাসকটে এক দিনের কোয়ারেন্টাইন শেষ করে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন হবে চার দিন। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে কোয়ারিফাইং রাউন্ডের ম্যাচ দিয়ে। প্রথম পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষেও। সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার-আপ হতে পারলে টাইগাররা অংশ নেবে বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভে, যেখানে গ্রুপ ‘২’ এ খেলতে হবে টাইগারদের।