আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় টিউলিপ হিজাব পরেন না, তাই হত্যার হুমকি!

টিউলিপ হিজাব পরেন না, তাই হত্যার হুমকি!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


10কাগজ অনলাইন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে এবার হত্যার হুমকি দিচ্ছে দুষ্কৃতিকারীরা। তাকে বলা হয়েছে তিনি হিজাব পরেন না বলেই তাকে হত্যা করা হবে।

বিষয়টি টিউলিপ নিজেই জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য সানডে টাইমসকে। টিউলিপ জানান, দীর্ঘদিন ধরেই অনলাইনে তাকে নানা কটুক্তি করা হয়েছে।

এবার সরাসরি হত্যার হুমকি আসলো। সানডে টাইমস লিখেছে, ‘অনলাইন সহিংসতা’ মোকাবেলায় নারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

সানডে টাইমসকে টিউলিপ বলেন, ‘হুমকিদাতা আমাকে বলেন, আপনি হিজাব পরেন না কেন? আমি সুযোগ পেলে আপনাকে হত্যা করব।’