আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টিজারেই ঝড় তুলেছে ‘টাইগার ৩’, মুক্তি ঈদে

টিজারেই ঝড় তুলেছে ‘টাইগার ৩’, মুক্তি ঈদে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২২ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   দীর্ঘদিন ধরেই ভক্ত অনুরাগীরা অপেক্ষায় ছিলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার ৩’ নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এলো ছবিটির টিজার। এক মিনিটের টিজারে দেখা দিয়েছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান, আর তাতেই ঝড় বইছে নেট দুনিয়ায়।

টিজার শেয়ার করে ‘টাইগার ৩’-এর মুক্তির ঘোষণাও করলেন সালমান খান। এ নায়ক টুইট করে লিখেছেন, টাইগার ইজ অলওয়েজ রেডি। থিয়েটারে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি, একথাও তিনি জানিয়েছেন। আগামী বছরের ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া৷ সোশ্যাল মিডিয়ায় ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘টাইগ্রেস’, আরেকজন লিখেছেন ‘জোয়া, টাইগার ফিরে এসেছেন।’

‘টাইগার ৩’ ছাড়াও তারা অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সালমান-ক্যাটরিনা। এই জুটিকে শেষবার ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে।