আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন টুপি দিয়ে ঢাকা শরীর, গ্রীষ্মকে স্বাগত সানির

টুপি দিয়ে ঢাকা শরীর, গ্রীষ্মকে স্বাগত সানির


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২১ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক  : চিত্রগ্রাহক ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুট মানেই তাবড় তাবড় তারকাদের বিভিন্ন ফ্রেম। শনিবার তারই এক ঝলকে মুগ্ধ নেটাগরিকরা। ডাব্বুর ক্যালেন্ডারে এবারের বিশেষ চমক সানি লিওনি। এর আগেও অবশ্য ডাব্বুর ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালক।

মুম্বাইয়ের জুহুর কাছে একটি হোটেলে ফটোশ্যুট হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে সানি লিওনি। গায়ে নেই পোশাক। কিন্তু তিনি শরীর ঢেকেছেন বড় আকারের একটি টুপি দিয়ে। টুপির রঙের সঙ্গে মিলিয়ে উঁচু সরু হিলের জুতো তার পায়ে। ছবির নীচে লেখা, ‘গ্রীষ্ম এসে গিয়েছে’।

ছবির মন্তব্য বাক্সে নেটাগরিকদের মুগ্ধতা প্রকাশ পেল। একের পর এক মন্তব্যে কেবল চোখে পড়ছে আগুন ও ভালবাসার চিহ্ন। স্বয়ং চিত্রগ্রাহকও নিজের তোলা ছবির নীচে সানিকে ভালোবাসা জানিয়েছেন।