আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড টেক্সাসে বন্যায় সেনাসহ ১২ জনের প্রাণহানি

টেক্সাসে বন্যায় সেনাসহ ১২ জনের প্রাণহানি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


texaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন সেনা সদস্য রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় কয়েকশ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি কারাগার খালি করতে হয়েছে। ‍রাস্থাঘাট-ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।

এদিকে মার্কিন সেনা ও স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি কুকুরের সাহায্যে নিখোঁজ চার সেনা সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত তিন সেনা সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।