আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ ‘ডাক’: লজ্জার রেকর্ড বইয়ে কোহলি

টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ ‘ডাক’: লজ্জার রেকর্ড বইয়ে কোহলি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে রান করাকে ডালভাত বানিয়ে একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। এসব রেকর্ডের মাঝে আরেকটি রেকর্ড করলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বেন স্টোকসের বলে শূন্য রানে ফেরেন কোহলি। তার টেস্ট ক্যারিয়ারের এটি দ্বাদশ ‘ডাক’, অধিনায়ক হিসেবে অষ্টম। রেকর্ড ছুঁলেন এখানেই, মহেন্দ্র সিং ধোনি পেলেন একজন সঙ্গী। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্য! চলতি সিরিজে এবার দিয়ে দ্বিতীয়বার ‘ডাক’ মারলেন কোহলি। এর আগে দ্বিতীয় টেস্টে মঈন আলীর বলে শূন্য করে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ২০১৪ সালের পর প্রথমবার নির্দিষ্ট কোনও সিরিজে দুইবার এমন লজ্জায় পড়তে হলো তাকে।
সব মিলিয়ে টেস্টে ১২বার শূন্য রানে আউট হলেন কোহলি। যা আবার ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ঘটনা। পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিপক্ষে সবশেষ ৭ ইনিংসের তিনটিতেই খালি হাতে ফিরতে হয়েছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে।
এদিকে বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে অল্পতে আটকে রাখার স্বপ্নে বিভোর হয়েছিল ইংল্যান্ড। কিন্তু ঋষভ পান্তের দৃঢ় প্রতিরোধে ধীরে ধীরে সেই স্বপ্ন মিলিয়ে যেতে থাকে দূরে। ঘরের মাঠে তার প্রথম সেঞ্চুরির কল্যাণে ইংলিশদের প্রতিআক্রমণও হয়েছে প্রতিহত। তাতে ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২০৫ রান। ভারত এখন এগিয়ে আছে ৮৯ রানে।