আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড টেস্ট থেকে কুলাসেকারার অবসর

টেস্ট থেকে কুলাসেকারার অবসর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Kulasekaraঅনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

কুলাসেকারার হয়ে একটি বিবৃতিতে এসএলসি জানায়, ‘এ মুহূর্ত থেকে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি। অনেক ভেবেচিন্তে দেখলাম অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়। আশা করছি, এ সিদ্ধান্ত আমাকে অন্য দুই ফরম্যাট ওয়ানডে ও টি২০ ক্রিকেটে ভালো করতে সাহায্য করবে। নিজের সেরাটা দিয়েই শেষ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলা চালিয়ে যেতে চাই।’

২০০৫ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক ঘটে কুলাসেকারার। নিজের ক্যারিয়ারে তিনি মোট ২১টি টেস্ট খেলে নিয়েছেন ৪৮টি উইকেট। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৩ ম্যাচের টেস্ট সিরিজে দলের একাদশে জায়গা হয়নি ৩৩ বছর বয়সী কুলাসেকারার। সিরিজটি এরই মধ্যে তারা ২-০ ব্যবধানে হেরে বসেছে। আগামী ৯ জুন মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে তারা।

ইংল্যান্ড সফরে ওয়ানডে এবং টি২০ ম্যাচও খেলবে শ্রীলঙ্কা। তবে এখনও এ দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেনি এসএলসি।