টোকিও অলিম্পিকে হোরিগোমি ইয়োতোর স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক জয়
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : টোকিও অলিম্পিকে স্কেটবোর্ডিংয়ে স্বর্ণপদক পেয়েছেন জাপানের হোরিগোমি ইয়োতো। এটি তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক। একই ক্যাটাগরিতে ব্রাজিলের কেলভিন হোয়েফলার পেয়েছেন রৌপ্যপদক। সুইমিংয়ে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণপদক পেয়েছে অস্ট্রেলিয়া, রৌপ্যপদক পেয়েছে কানাডা এবং ব্রোঞ্জপদক পেয়েছে যুক্তরাষ্ট্র। ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছেন রাশিয়ার অলিম্পিক কমিটির ভিতালিনা বাটসারাশকিনা। রৌপ্যপদক পেয়েছেন বুলগেরিয়ার অ্যানতোয়ানেতা কোসতাদিনোভা। চীনের জিয়াং রানজিন পেয়েছে ব্রোঞ্জ পদক।
প্রসঙ্গত, ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় টোকিও অলিম্পিকে নিজের দেশের নাম, পতাকা ও সঙ্গীত ব্যবহার করতে পারছে না রাশিয়া। দেশটির খেলোয়াড়রা টোকিওতে খেলছেন রাশিয়ার অলিম্পিক কমিটির হয়ে।