আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সোলতান (২২), যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণ খালী এলাকার মো. আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘঠে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।