আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে কর জালিয়াতির জন্য ১৬ লাখ ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ট্রাম্প যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায় প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স।

ব্যবসায়িক রেকর্ড জাল করার মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হয়েছিল ট্রাম্প অর্গানাইজেশনের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশন। বিচারে ১৭টি অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

মামলায় সরকার পক্ষের কৌঁসুলি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ রায়ের পর বলেছেন, ‘যদিও কর্পোরেশনগুলো কারাভোগ করতে পারে না, এরপরও দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা কর্পোরেশন ও নির্বাহীদের জন্য একটি বার্তা যে, আপনি কর কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারবেন না এবং এটি থেকে বেরিয়ে যেতে পারবেন না।’

ট্রাম্প অর্গানাইজেশন বর্তমানে ট্রাম্পের দুই ছেলে- ডোনাল্ড জুনিয়র ও এরিক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ক্ষতিপূরণের তথ্য গোপন করেছিল।