আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক

ড. আনিসুজ্জামানের মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শোক বার্তায় জানানো হয়, অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, ড. মঈন খান, মাহামুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. রেজা কিবরিয়া এবং অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী। বার্তায় ঐক্যফ্রন্টের নেতারা মরহুম বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, একুশে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত এই গুণী শিক্ষাবিদের মৃত্যুতে জাতি এক কৃতি সন্তানকে হারালো। শিক্ষার ক্ষেত্রে এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দরা।