আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ডব্লিউটিও’র চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

ডব্লিউটিও’র চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৮:১২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


14কাগজ অনলাইন ডেস্ক: বাণিজ্য সহজিকীকরণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করছে মন্ত্রিসভা।

সোমবার (১৩ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি অনুসমর্থনের ফলে আমদানি-রপ্তানি পণ্যের প্রবাহ আরও ত্বরান্বিত হবে।’

এছাড়া এই চুক্তি অনুমোদনের ফলে বিভিন্ন দেশের শুল্ক কর্তৃপক্ষের সহযোগিতাও বাড়বে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে তা চুক্তি কার্যকরের পরে বোঝা যাবে। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বাণিজ্য সুবিধা দেয়াই এই চুক্তির মূল লক্ষ্য।’

শফিউল আলম বলেন, ‘এ চুক্তি এখন পর্যন্ত ৮১টি রাষ্ট্র অনুসমর্থন করেছে। বাংলাদেশ ৮২তম অনুসমর্থনকারী রাষ্ট্র।’

এদিকে ফোবর্স ম্যাগাজিনের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৬ নম্বরে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।