আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬ শতাংশ

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬ শতাংশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২২ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  গত সপ্তাহের প্রথম ২ কার্যদিবস ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্রুত পদক্ষেপে আরও বড় পতন থেকে ঘুরে দাঁড়ায় পুঁজিাবাজার । বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ দশমিকি ৪ শতাংশ বেড়েছে।

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮.১৫ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১২ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ২৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ১৯৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৬ শতাংশ কমেছে।