আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ডিএসইর ওয়েবসাইটে আবারও ভোগান্তি

ডিএসইর ওয়েবসাইটে আবারও ভোগান্তি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২০ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আবারও সমস্যা দেখা দিয়েছে। এরফলে বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েছেন।
আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ৪০ মিনিট লেনদেন হওয়ার পরও ডিএসইর ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারছেন না।
গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ভোগান্তিতে পড়েন তারা। যে কারণে গত ২৩ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে এরপর ওয়েবসাইটটি স্বাভাবিক কাজ করছিল। কিন্তু আজ আবার ওয়েবসাইটটিতে সমস্যা তৈরি হয়েছে। সাইটটিতে বিনিয়োগকারীরা প্রবেশ করতে পারছেন না।