আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ড্রোন পোকা তাড়াবে কীটপতঙ্গ

ড্রোন পোকা তাড়াবে কীটপতঙ্গ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


Droneঅনলাইন ডেস্ক: ড্রোন পোকা তৈরির চেষ্টা করছেন ডেনমার্কের বিজ্ঞানীরা, যা পোকামাকড় দূর করবে। তারা বলছেন, ইকো-ড্রোন। অর্গানিক খামার, অর্থাৎ যেসব খামারে কোনো কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় না, সেসব খামারে এসব ড্রোন ব্যবহার করা হবে।

ড্রোনটি দেখতে অনেকটা লেডিবার্ডের মতো। তবে এটি অন্য লেডিবার্ডগুলো তাড়াবে আর ক্ষেতের পোকামাকড় মেরে ফেলবে। ফলে কোনো রাসায়নিক বা কীটনাশক ব্যবহার ছাড়াই ক্ষেতে ফসল ফলানো যাবে।

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের গবেষক সোরেন ওয়াটার বোর্গ বলছেন, আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যাতে এটি উড়ে গিয়ে পোকামাকড় খুঁজে বের করতে পারে।

ডেনিশ সরকার ১৩ লাখ ডলারের এই প্রকল্পে সহায়তা করছে। প্রাথমিকভাবে স্ট্রবেরি চাষ, অর্কিড আর ক্রিসমাস ট্রির বাগানে প্রযুক্তিটি ব্যবহার করা হবে। সফলতা পেলে এই প্রযুক্তিতে আরো বড় আকারে চালু করা হতে পারে। -বিবিসি