আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় `করোনা ভাইরাস প্রতিরোধে নয়, সাবধানতায় হবে জয়’ স্লোগানে জনসচেতনতা মূলক বিলবোর্ড

`করোনা ভাইরাস প্রতিরোধে নয়, সাবধানতায় হবে জয়’ স্লোগানে জনসচেতনতা মূলক বিলবোর্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২০ , ৩:১৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন আওতাধীন পুরানা প্লটন সার্কেল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন মহাখলী সার্কেলে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভর্টাইজিং ওনার্স এসোসিয়েশন এর সৌজন্যে বিশ্ব মহামারী করোনা ভাইরাস ও দেশীয় মহামারী চিকনগুনিয়া, ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহাদয়ের পক্ষে বিলবোর্ড দুইটি স্থাপন করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভর্টাইজিং ওনার্স এসোসিয়েশন করোনা ভাইরাস হতে সুরক্ষা পেতে গত মে মাসে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। বিলবোর্ড দুইটি স্থাপনে অ্যাসোসিয়েশনের পক্ষে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন জনাব হাজী মোঃ রাশেদ(সভাপতি) জনাব মিজানুর রহমান(সাধারন সম্পাদক), জনাব কাজী মাহবুব আলম(সাংগঠনিক সম্পাদক), জনাব মির্জা রকিবুল হাসান মিঠু(কার্যকরী সদস্য) ও কাজী ইকবাল(সদস্য)।