আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে মহামারিকালের এ ভর্তিযুদ্ধ শুরু হল। মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরের আট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৯৯৭টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৫জন শিক্ষার্থী।

এবারের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৮ হাজার ৬০৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২১৭জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৩২৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৯২২জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৪২৫ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৩৫১ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৩০৫ জন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৮০৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় লড়ছেন।

আগামীকাল শনিবার কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের (চ ইউনিট) ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় যেকোন জালিয়াতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, গোয়েন্দা বিভাগ প্রশ্নফাঁসসহ যেকোনো বিষয়ে জালিয়াতির বিষয়ে নজরদারি রাখছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।