আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঢাকার কারওয়ান বাজার যেন সংক্রমণ ছড়ানোর খনি!

ঢাকার কারওয়ান বাজার যেন সংক্রমণ ছড়ানোর খনি!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ , ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে জোর দিলেও রাজধানীর পাইকারি বাজারে উল্টো চিত্র। অনেকটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েই দৈনন্দিন কাজ করছেন সব শ্রেণির ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এতে শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সচেতন থেকেই ব্যবসা করার দাবি ক্রেতা-বিক্রেতার। নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং জোরদারের পরামর্শ বাজার বিশ্লেষকদের। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও এ যেন ইচ্ছেকৃত সংক্রমিত হওয়ার মিলনমেলা। ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগই নিজেদের নিরাপত্তার বিষয়ে উদাসীন। বাজারে কাজ করা একজন শ্রমিক জানান, যদি আল্লাহ তায়ালা আমার ক্ষতি দেন, তাহলে এমনই হবে। বাজার কমিটির কারো দেখা না মিললেও মনিটরিং এ থাকা একজন জানালেন, সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তারা। বাজার মনিটরিংয়ে দায়িত্ব থাকা একজন জানান, বাজারের ভেতরে যারা মাস্ক পরছেন না। তাদেরকে মাস্ক পরার বিষয়ে বলা হচ্ছে। নিরাপদ দূরত্বে থাকার বিষয়ে বলা হচ্ছে। সংবাদ সংগ্রহে দীর্ঘ দুই ঘণ্টা বাজারে থাকলেও চোখে পড়েনি প্রশাসনের উপস্থিতি। মনিটরিং জোরদার করা ছাড়া এ অবস্থার উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা বলছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ট্রাকগুলো যে পয়েন্ট দিয়ে ঢুকছে, সেখানে ট্রাকগুলো যদি কন্ট্রোল করা যায় এবং কমে কমে ছাড়া যায়। একই সঙ্গে যে ক্রেতারা কিনতে আসবে তাদেরকে যদি কন্ট্রোল করে ছাড়তে পারেন, ভেতরেও যদি লোক সমাগম কম হয়। এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যদি ভিতরে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে পারে তাহলেই রক্ষা পাবেন। এরইমধ্যে দুইজন ব্যবসায়ী করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় কারওয়ান বাজারের একাংশ লকডাউন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।