আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঢাকার প্রবেশপথে ভোগান্তি চরমে

ঢাকার প্রবেশপথে ভোগান্তি চরমে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২১ , ৩:০১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


জাহাঙ্গীদের চাচি জহুরা বেগম বলেন, গাইবান্ধা থেকে আসতে স্বাভাবিক সময়ে ৫০০ টাকার বেশি লাগে না। এখন জনপ্রতি লাগছে দেড় হাজার টাকার মতো। তিনি জানান, গতকাল রাত সাড়ে ১০টায় রওয়ানা দিয়েছেন গাইবান্ধা থেকে। গাবতলী পর্যন্ত পৌঁছাতেই বেজে গেছে সকাল ১১টা। জহুরা বেগমের ক্ষোভ, ‘হঠাৎ সব বন্ধ না করে দিয়ে তিন–চার দিন আগে ঘোষণা দিলে ভোগান্তিটা হতো না। সার্বিক কার্যাবলি ও চলাচল বন্ধের আওতায় থাকা জেলা মানিকগঞ্জ থেকে ঢাকায় ডায়ালাইসিস করার জন্য এসেছেন সাহারা বেগম। গাবতলীতে ভাগনিকে নিয়ে হাঁটতে দেখা গেলো তাঁকে। সাহারা বেগম বলেন, ‘অনেক কষ্ট হয়েছে অসুস্থ শরীর নিয়ে। তিনবার গাড়ি পাল্টেছি, টাকাও বেশি খরচ হয়েছে।’ তিনি জানান, মানিকগঞ্জ থেকে আসার পথে রাস্তায় কোথাও পুলিশকে আটকাতে দেখেননি।

ঢাকার গ্রিন রোডে অবস্থিত ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন ওবায়দুর রহমান। থাকেন সাভারের গেন্ডা এলাকায়। তিনি বলেন, স্বাভাবিক সময়ে অফিসে আসতে এক ঘণ্টা লাগত, এখন দুই ঘণ্টার বেশি সময় লাগছে। সরেজমিনে দেখা গেছে, গাবতলীতে নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। কিন্তু যেসব যানবাহন সেতু পার হচ্ছে, সেগুলো খুব একটা চেক করতে দেখা যায়নি। সার্জেন্ট মোহাম্মদ নাজমুল ইসলাম আমিনবাজার প্রান্তে দায়িত্ব পালন করছিলেন। তিনি  বলেন, ‘আমরা চেক করছি। বেশির ভাগ ক্ষেত্রে মানুষ চিকিৎসার কথা বলছে। মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল—এগুলোই চলাচল করছে বেশি।’