আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তর সইছে না কাজলের

তর সইছে না কাজলের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২১ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এটি পরিচালনা করছেন প্রবীণ সাত্তারু। এই ছবিতে কাজলের বিপরীতে দেখা যাবে সুপারস্টার নাগার্জুনা আক্কেনেনিকে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে তাদেরকে রোমান্স করতে দেখা যাবে। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে কাজল বলেন, নাগার্জুনা আমার শৈশবের ক্রাশ। আর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। টলিউডে দারুণ একটি যাত্রা হতে যাচ্ছে। শুটিংয়ে অংশ নেয়ার জন্য সত্যি তর সইছে না।

এরইমধ্যে তেলেগু ভাষার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নাগার্জুনা আক্কেনেনি ও কাজল আগারওয়াল। সম্প্রতি এ ছবির শুটিং শুরু হয়েছে। বর্তমানে হায়দরাবাদে ছবিরর ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন পরিচালক। খুব শিগগির গোয়াতে পরের শিডিউলের শুটিং শুরু হবে। গোয়াতে শুটিং শেষ করে পুনরায় টিম চলে যাবে হায়দরাবাদে। আসছে ৩১ মার্চ সেখানে যোগ দেবেন কাজল।