আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন তাদের সিনেমার গান

তাদের সিনেমার গান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


2016_06_15_13_01_36_kQq6p01ZFsdhKB7sw7iddV0rACznWs_originalকাগজ বিনোদন প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত বিশেষ একটি অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বেশকিছু কিছু গান করলেন একসঙ্গে গাইলেন মেহের আফরোজ শাওন, ফজলুর রহমান বাবু ও শামীম জামান। সঙ্গে ছিল তাদের সিনেমা দেখার মজার মজার সব অভিজ্ঞতা।

ফেরদৌস বাপ্পীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটির ধারণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

অসীম সাহার প্রযোজনায় সিনেমার স্মৃতি রূপালী গান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।