আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস তামিমের অবসরের জন্য প্রস্তুত ছিল না বিসিবি

তামিমের অবসরের জন্য প্রস্তুত ছিল না বিসিবি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বিগত অনেকদিন ধরেই ছিলেন না নিজের চেনা ফর্মে, সহ্য করতে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অবশেষে একরাশ অভিমান নিয়েই যেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এদিকে, তামিমের এই আকস্মিক অবসরের জন্য মোটেও প্রস্তুত ছিলো না বিসিবি। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে ব্যক্তিগত এক সংবাদ সম্মেলন ডেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। অশ্রুসিক্ত নয়নে অবসরের ঘোষণা দিতে গিয়ে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’ এদিকে, তামিমের এই অবসরের সিদ্ধান্ত নেওয়াকে খুবই প্রি-ম্যাচিউর বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে জালাল ইউনুস জানান, আমরা লাইভে তার (তামিম ইকবাল) সিদ্ধান্তের কথা শুনেছি। তার অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচিউর সিদ্ধান্ত। সে অন্তত আরও দুই বছর খেলতে পারতো। বিসিবির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’
কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’ নিজের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য কোচ, বিসিবি কর্মকর্তাদের থেকে শুরু করে সতীর্থদের ধন্যবাদ জানান তামিম। বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।