আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ তালায় ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

তালায় ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষকের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


88সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বাড়ির ছাদের উপরে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার পাচরখী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষকের নাম হায়দার আলী। তিনি ঐ গ্রামের হাশেম আলীর ছেলে ও তালা মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হায়দার আলীর দুইতলা বাড়ির ছাদে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সকালে হায়দার আলী ছাদে উঠে ঐ গাছ কেটে নামতে যায়।

এ সময় ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।