আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড তালেবান ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের আহ্বান

তালেবান ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের আহ্বান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Afghanঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই- তালেবান এবং এর প্রধান নেতা মুল্লাহ ফাজলুল্লাহের ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহেল শরীফ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ইসলামাবাদে আফগানিস্তানে রিসোলিউট সাপোর্ট মিশনের কমান্ডার জেনারেল জন নিকলসন এবং আফগানিস্তান-পাকিস্তানের বিশেষ মার্কিন প্রতিনিধি রিচার্ড ওলসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের আলোচনার সময় জেনারেল রাহেল যুক্তরাষ্ট্রকে এ ধরনের হামলা চালানোর জন্য অনুরোধ করেন।

রাতের দিকে এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান এবং এর প্রধান মুল্লাহ ফাজলুল্লাহর ওপর বোমা হামলা চালানোর দাবী জানিয়েছে জেনারেল রাহেল।