ত্বক ও চুলের যত্নে সরিষার তেল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
দিনের শেষে ডেস্ক : সরিষার তেল শুধু রান্নাতেই নয় ব্যবহার করতে পারেন রূপচর্চায়ও। চুল ও ত্বকের যত্নে সরিষার তেল বেশ কার্যকরী।
আসুন জেনে নেই-এর কার্যকরীতা সম্পর্কে:
১. চুলে নিয়মিত সরিষার তেল ম্যাসাজ করলে চুল পরা রোধ হয়। সেই সঙ্গে চুলকে করে তোলে শক্ত ও মজবুত। এছাড়া প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে সরিষার তেল। যা চুল সুন্দর ও উজ্জ্বল করে তোলে। নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন। এতে রক্তসঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে। ২. ঠোঁটের যত্নে সরিষার তেল বেশ উপকারি। এটি ঠোঁট ফাটার সমস্যা সমাধান করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে সরিষার তেল লাগিয়ে ঘুমান। এতে ঠোঁট থাকবে সুন্দর, নরম এবং কোমল।
৩. উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করে সরিষার তেল। তাই ত্বকের মলিনতা ফিরিয়ে আনতে ১ চামচ বেসন, ১ চামচ দই, সামান্য লেবুর রসের সাথে ১ চামচ সরিষার তেল নিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগ থাকলে সরিষার তেল তা দূর করতে সাহায্য করবে। এছাড়া এই প্যাক রোদের পোড়াভাব কমিয়ে ত্বককে করে তুলবে উজ্জ্বল ও দাগহীন। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করুন।