আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ত্রাণ সামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে জাপার বাবলা

ত্রাণ সামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে জাপার বাবলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্ন আয়ের মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সোমবার (৩০ মার্চ) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, জাপা নেতা সুজন দে, জাপা নেতা আসাদ মিয়া প্রমুখ। পরে জাতীয় পার্টির শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ ও সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির ৫১ নম্বর ওয়ার্ডে এবং ৪৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হানিফ সর্দার ও জাপা নেতা সুনীল টাইগার ৪৭ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে সংসদ সদস্য বাবলার পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন।