দিনাজপুরে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২০ , ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
দিনের শেষে প্রতিবেদক : দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থাপিত আরটি পিসিআর মেশিনে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা শনাক্তের কার্যক্রম শুরু হয়েছে। মেডিকেল কলেজেন মাইক্রোবাইলোজী বিভাগে স্থাপিত এই আরটি পিসিআর মেশিনে করোনাভাইরাস পরীক্ষা রোববার দপুওে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নিবাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডা. বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চূ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামান, ডা. নাদির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমানসহ চিকিৎসকবৃন্দ। এই পলিমার চেইন রিএ্যাকশন (আর টি-পি সি আর) ল্যাব স্থাপন করায় প্রতিদিন ৯৪টি ও ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে। প্রথম দিন রোববার এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এই ল্যাবে ৪২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দিনাজপুরের ৩৫টি ও পঞ্চগড় জেলায় ৭টি। নমুনা পরীক্ষায় প্রতিটির রিপোর্ট নেগেটিভ হয়। এই পিসিআরের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর জেলা তথা ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারীর আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করা সম্ভব হবে বলে জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার। তিনি জানান,এই পিসিআর মেশিন বসানোর কারনে দিনাজপুর সহ ৪টি জেলার মানুষ সুবিধা পাবে। এ সময় দিনাজপুর সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দস জানান, ইতিপুর্বে রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। এ পর্যন্ত ৪১২টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৭৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে ১৪ জনের পজেটিভ পাওয়া গেছে। দিনাজপুরে এই পিসিআর মেশিন, আক্রান্তদের দ্রত ফলাফল দিবে এবং চিকিৎসা দ্রত করার সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ।