আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দিল্লিতে করোনা আক্রান্তের রেকর্ড, লকডাউন তুলে নিতে চান কেজরিওয়াল

দিল্লিতে করোনা আক্রান্তের রেকর্ড, লকডাউন তুলে নিতে চান কেজরিওয়াল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২০ , ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় চারশ ২৭ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার পর্যন্ত শহরটিতে কোভিড-১৯ রোগে সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫৪৯ জন।- খবর এনডিটিভি এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, লকডাউন থেকে রাজধানী সচল করে দেয়ার এখনই সময়। আক্রান্তদের মধ্যে এক হাজার ৩৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। দিল্লি সরকার বলছে, ৬৯ হাজার ৪২৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। করোনায় শহরটিতে সর্বমোট মৃত্যু হয়েছে ৬৪ জনের। রোববার যাদের করোনা পজিটিভ হয়েছে, তাদের মধ্যে ছয় চিকিৎসকও রয়েছেন। মহারাষ্ট্র ও গুজরাটের পরেই দিল্লিতে মহামারী আক্রান্তের সংখ্যা বেশি। লকডাউনের তৃতীয় পর্যায়ে যে সব অর্থনৈতিক তৎপরতা সচল করে দেবেন, সেই তালিকা প্রকাশ করেছেন কেজরিওয়াল। এর একদিন আগে তিনি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা ঘোষণা করেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিকে সচল করে দেয়ার সময় হয়েছে। করোনাভাইরাসের সঙ্গে বেঁচে থাকার প্রস্তুতি নিতে হবে আমাদের।