আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুই বছর পর জাতীয় দলে খেললেন গেইল

দুই বছর পর জাতীয় দলে খেললেন গেইল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২১ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরলেন ক্রিস গেইল। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্থানীয় সময় বুধবার খেলতে নামেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এ তারকা ব্যাটসম্যান। দুই বছর পর খেলতে নেমে কত রান করেছেন গেইল? দল অনায়াসে জিতলেও তাতে কোনো অবদান রাখতে পারেননি তিনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯ উইকেটে মাত্র ১৩১ রানেই শেষ হয় শ্রীলংকার প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের রান মাত্র ৩ ওভারেই ৫০ পেরিয়ে যায়। এরপরই শুরু আকিলা ধনঞ্জয়ার সেই ওভার। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে লুইস ক্যাচ দেন গুনাথিলেকাকে। দুই বছর পর জাতীয় দলের হয়েও তিনে খেলতে নামা গেইল প্রথম বলেই শূন্য রানে হয়ে যান এলবিডব্লিউ। চারে নামা পুরান এসেই ক্যাচ দেন উইকেটের পেছনে। হ্যাটট্রিকের আনন্দে মাতোয়ারা তখন ধনঞ্জয়া। বিনা উইকেটে ৫২ থেকে ৪ উইকেটে ৬২ রানে পরিণত হয়েছিল ক্যারিবিয়ানরা। তবে অপেক্ষা করছিল বিস্ময়! পাওয়ার প্লের শেষ আর ধনঞ্জয়ার তৃতীয় ওভারে কাইরন পোলার্ড লং অন দিয়ে মারেন প্রথম ছয়, সোজা পরেরটা মেরে দেন একদম সাইটস্ক্রিনে, তিন নম্বরটা উড়ান লং অফ দিয়ে। চার নম্বরটা স্লগ সুইপে পাঠিয়ে দেন মিড উইকেট দিয়ে। পঞ্চম ছয় পেছনে সরে গায়ের জোরে বোলারের মাথার উপর দিয়ে পাঠান ছক্কায়। শেষটা ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে তিনি বসেন যুবরাজের পাশে। যেখানে ২০১২ সালের পর একা ছিল যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ওভারে ছয় ছক্কা আছে আরেকজনের। ওয়ানডেতে তা করে দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।
পরের ওভারে অধিনায়ক পোলার্ড ও ফ্যাবিয়ান অ্যালানকে তুলে নেন হাসারাঙ্গা। রেকর্ডময় ইনিংসে মাত্র ১১ বলে ৩৮ করে যান তিনি। ১০১ রানে ৬ উইকেট হারালেও বাকি কাজটা শেষ করতে খুব একটা বেগ পেতে হয়নি জেসন হোল্ডারের। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ২৪ বলে ২৯ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।