আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দুই মাসের মধ্যে ই-কমার্স কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হবে

দুই মাসের মধ্যে ই-কমার্স কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ , ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : ইভ্যালিসহ একাধিক কোম্পানির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রেক্ষাপটে ই-কমার্স খাতের কোম্পানিগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধনের আওতাভুক্ত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, আগামী দুই মাসের মধ্যে তাদের নিবন্ধন করতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এ নিবন্ধন হবে।

সচিব বলেন, নিবন্ধনের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনায় ব্যপক প্রচারের কথা বলা হয়েছে, নিবন্ধিত কোম্পানির বাইরে কেউ লেনদেন করলে সরকার দায়িত্ব নেবে না বলেও প্রচার চালানো হবে। দেশে ই-কমার্সের ব্যবসা বেশ কয়েক বছর ধরেই বাড়ছিল, এর মধ্যে মহামারী শুরু হলে নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে।

বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে এসব কোম্পানি লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠছে এখন। অনেকে অর্ধেক দামে পণ্য কিনে পরে বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকার অর্ডার করেছেন। কিন্তু তাদের অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও পণ্য বুঝে পাননি, কোম্পানি তাদের টাকাও ফেরত দিচ্ছে না।

এসব ঘটনায় ইভ্যালি, ই-অরেঞ্জসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে সম্প্রতি। কিন্তু অগ্রিম টাকা দিয়ে পণ্য না পাওয়া গ্রাহকরা রয়েছেন অনিশ্চয়তায়।