দুপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:১৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় ফল প্রকাশ স্থগিত রাখা হয়।
এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজহার বলেন, ফল প্রস্তুত, যে কোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, গত ১৩ মে স্কুল ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।