আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দুবাইয়ে মঞ্চ মাতালেন জেমস

দুবাইয়ে মঞ্চ মাতালেন জেমস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২২ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  দুবাইয়ের ‘দুবাই এক্সপো ২০২০’ উৎসবে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। কণ্ঠের মধুরতা আর সুরের মূর্ছনায় দুবাইবাসীকে গানময় এক রাত উপহার দেন জনপ্রিয় এই গায়ক।

গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মঞ্চে ‘পদ্ম পাতার জল’, ‘মিরা বাঈ’ ও ‘বিজলী’ সহ তার গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন নগরবাউলখ্যাত জেমস।

অনুষ্ঠানে জেমস ছাড়াও গান পরিবেশন করেন ভারতের ইউফোরিয়া ব্যান্ড ও পাকিস্তানের স্ট্রিংস। এর মাধ্যমে প্রথমবার একই মঞ্চে পারফর্ম করেন উপমহাদেশের তুমুল জনপ্রিয় এই তিন ব্যান্ড দল।